৪ ঘণ্টা পর নৌযান চলাচল স্বাভাবিক


প্রকাশিত: ০৩:০৩ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ৪ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোর ৪টায় নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। নৌযান চলাচল বন্ধ থাকায় মাঝনদীতে আটকা পড়ে দুই সহস্রাধিক যাত্রীসহ ১০টি ফেরি।

এর মধ্যে দুটি রো রো ফেরি, ৬টি ড্যাম্প ফেরি ও দুটি কে টাইপ ফেরি রয়েছে। শিমুলিয়া ঘাটের (মাওয়া) বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক জানান, ঘন কুয়াশার কারণে বয়াবাতি কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। এ ছাড়া ঘন কুয়াশার কারণে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ৮টা থেকে ফেরিসহ সব নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।