লুটপাটকারীদের কারণেই সরকারের দুর্নাম হচ্ছে: মোকাব্বির খান
লুটপাটকারীদের কারণেই সরকারের দুর্নাম হচ্ছে। তাদের শাস্তির আওতায় আনতে হলে দেশে সচেতন নাগরিককে সোচ্চার হওয়ার পরামর্শ দিয়েছেন গণফোরামের কার্যনির্বাহী সভাপতি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা তাদের রুখতে পারবেন না, শাস্তির আওতায়ও আনতে পারবেন না। এর জন্য সবাইকে সোচ্চার হতে হবে।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী, অলংকারী, বিশ্বনাথ সদর ও দেওকলস ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৫০ পরিবারের মধ্যে টিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোকাব্বির খান বলেন, রাজনীতিবিদ, ব্যবসায়ী আর আমলাদের মতো এখন কিছু সাংবাদিকও অসৎ হয়ে গেছে। তাদের কারণে সরকারের উন্নয়ন নিয়ে জনগণ আজ প্রশ্ন তুলছেন। কারণ যারা শতকোটি টাকার পাহাড় বানিয়েছেন তারা অসৎভাবে দালালি করে দেশকে বিক্রি করেই টাকার পাহাড় বানিয়েছেন। তারা শত শত, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আর তাদের কারণেই আজ সরকারের দুর্নাম হচ্ছে।
বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের সভাপতিত্বে টিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার। বক্তব্য দেন বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলী।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী প্রকোশৗলী সাইফুল ইসলাম, ইউপি সদস্য ইউনুছ আলী ও ব্যবসায়ী নিজাম উদ্দিন।
ছামির মাহমুদ/এসজে/জেআইএম