হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেলেন মালেক
হাইকোর্টের আদেশে ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের মালেক মন্ডল।
রোববার (১১ ডিসেম্বর) বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, স্বীয় পদ ফিরে পেতে আদালতে রিট পিটিশন দাখিল করেন মালেক মন্ডল। পরে গত ২৭ নভেম্বর মালেক মন্ডলকে ইউপি চেয়ারম্যান পদে বহাল করতে দিনাজপুর জেলা প্রশাসককে আদেশ দেন আদালত। জেলা প্রশাসকের নির্দেশে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মালেক মন্ডলকে স্বপদে বহালের আদেশ জারি করেন।
এরআগে, সরকারি চাল আত্মসাৎ, অনৈতিকভাবে উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দিওড় ইউনিয়নের চেয়ারম্যান মালেক মন্ডলের পদ শূন্য ঘোষণা করা হয়েছিল।
ওই ইউনিয়ন পরিষদের ৯জন ইউপি সদস্য তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করায় গত ৩০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান সই করা চিঠিতে পদটি শূন্য ঘোষণা করা হয়।
২০২১ সালের নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন আব্দুল মালেক মন্ডল।
জানতে চাইলে দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, কিছু দুষ্টু মানুষ আমার বিরুদ্ধে চক্রান্ত করে বিভিন্ন অভিযোগ করেছিলেন। আমি হাইকোর্টে রিট করে ন্যায়বিচার পেয়েছি।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, আদালতের রায়ে তিনি পদটি ফিরে পেয়েছেন।
মাহাবুর রহমান/এসআর/জিকেএস