ফ্লাইট বিলম্বে নভোএয়ার কর্তৃপক্ষের সঙ্গে হাতাহাতি, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নভোএয়ারের ফ্লাইট বিলম্ব হওয়ায় কর্তৃপক্ষের সঙ্গে হাতাহাতি ও ডেস্ক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক চিকিৎসকসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ ডিসেম্বর) সকালে সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। আটক যাত্রীদের মধ্যে একজনের নাম শরিফুল ইসলাম। তিনি পেশায় চিকিৎসক বলে জানা গেছে। অপর যাত্রীর পরিচয় জানা যায়নি।

সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়াশার কারণে নভোএয়ারের সকাল সাড়ে ৯টার ফ্লাইটটি ঢাকা থেকে দেড়িতে রওয়ানা দেয়। ফ্লাইট বিলম্ব হওয়ায় দুই যাত্রী কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা নভোএয়ারের ডেস্কে ধাক্কা দিলে সেখানে থাকা জিনিসপত্র পড়ে ভেঙে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিমানবন্দরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না।

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।