ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রাজমিস্ত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউটার ট্রেনের নিচে পড়ে স্বাধীন (২৪) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নাচোল উপজেলার গোলবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের দুরুল হকের ছেলে।

কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাধীনের ছাগল রেললাইনের পাশে ঘাস খাচ্ছিল। এসময় রহনপুর থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি গোলাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে স্বাধীন ছাগলটিকে রেললাইন থেকে সরিয়ে দিতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি জানানো হয়েছে।

আমনুরা জিআরপি পুলিশ কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, দুর্ঘটনার পর ট্রেন যথাসময়ে রাজশাহী পৌঁছেছে।

সোহান মাহমুদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।