পুলিশের তাড়া খেয়ে দৌড়াতে গিয়ে তরুণের মৃত্যুর অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৮ ডিসেম্বর ২০২২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুদের সঙ্গে ইঞ্জিনচালিত টমটমে ঘুরতে এসে পুলিশের তাড়া খেয়ে এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পশ্চিম তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণের নাম মো. বোরহান (২২)। তিনি বাজিতপুর উপজেলার ভাগলপুর বেকি চন্দ্ররগ্রাম গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের তারাকান্দি এলাকায় একটি টমটম আসতে দেখে হাইওয়ে পুলিশ থামতে চালককে সংকেত দেন। কিন্তু টমটমের চালক পুলিশের সংকেত অমান্য করে পালাতে চাইলে তাকে তাড়া করে পুলিশ। পরে আঞ্চলিক সড়ক থেকে টমটমসহ তারাকান্দি গ্রামের ভেতরে ঢুকে যান তারা।

সেখানে একটি বাড়িতে টমটম রেখে বোরহানসহ আরও দুজন বন্ধু দৌড়াতে থাকেন। একপর্যায়ে দৌড়ের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলেই বোরহানের মৃত্যু হয়। তাকে রেখে সঙ্গে থাকা দুই বন্ধু বাড়িতে চলে যান।

পরিবার সূত্রে জানা যায়, আগামী ১৫ দিনের মধ্যে সৌদি আরব যাওয়ার কথা ছিল বোরহানের।

জানতে চাইলে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, টহল অবস্থায় হাইওয়ে পুলিশের গাড়ি দেখে প্রায় আধা কিলোমিটার আগেই ভয়ে টমটম নিয়ে পালাতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। হাইওয়ে পুলিশ তাদের সংকেত দেননি।

কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।