আগুন দিয়ে জনগণের সম্পদ পোড়াচ্ছে বিএনপি: কাদের
আন্দোলনের নামে বিএনপি পুলিশের ওপর হামলা করছে। আগুন দিয়ে জনগণের সম্পদ পোড়ানো হচ্ছে। বিএনপিকে বিশ্বাস করা যায় না। যে হাতে আগুন দিবে, সেই হাত পুরিয়ে দেওয়া হবে।
শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্কে আয়োজিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে শেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। এতে যোগ দিতে শেরপুর দারোগ আলী পৌর পার্ক মাঠে সকাল থেকেই মিছিল নিয়ে দলে দলে প্রবেশ করছে নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতেই ব্যক্তি নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দর্শক সারিতে শুরু হয় হট্টগোল। যে উত্তাপ পৌঁছে যায় মঞ্চেও।
পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হয় সম্মেলনের কার্যক্রম। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, মীর জাফর থেকে খন্দকার মোশতাক, বাংলার ইতিহাস ষড়যন্ত্রের ইতিহাস। বাংলাদেশকে বাঁচাতে হলে এখনি প্রস্তুত হতে হবে।
এর আগে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন দলে ঐক্য গড়ে তুলতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা যাবে না। শেখ হাসিনা পালিয়ে যাবেন না। বিএনপির আন্দোলন পুলিশ মোকাবিলা করবে।
সম্মেলনে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেব আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক হিসেবে সানোয়ার হোসেন ছানুর নাম ঘোষণা করা হয়।
ইমরান হাসান রাব্বী/জেএস/জেআইএম