রাঙ্গামাটিতে ইউপিডিএফের সংগঠককে গুলি করে হত্যার অভিযোগ
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সুবাহু চাকমা গিরি (৫৫) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাবক্ষং ইউনিয়নের রাঙিপাড়া বড়পুল পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ী করেছে সংগঠনটি। তবে এ ঘটনার সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, ‘সকালে সাংগঠনিক কাজে বের হওয়ার সময় ইউপিডিএফ গণতান্ত্রিকের ‘মুখোশ বাহিনী’ তার ওপর হামলা চালায়। তিনি সেখানে মারা গেছেন বলে জেনেছি আমরা। নিহত সুবাহু চাকমা গিরি নানিয়াচর উপজেলার এগারল ছড়ার বিরাজ মোহন চাকমার ছেলে।’
তবে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের নানিয়ারচর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জ্ঞান চাকমা বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। তবে কেন তারা আমাদের দায়ী করছেন বুঝতে পারছি না। বিষয়টি তাদের নিজের মধ্যে কোন্দলের কারণে হতে পারে।’
পুলিশ সুপার মীর আবু তৈহিদ জাগো নিউজকে বলেন, বিষয়টি আমরাও শুনেছি। ঘটনাটি উপজেলা থেকে দুর্গম এলাকায়। ঘটনাস্থলে পুলিশ আছে। তারা সেখান গিয়ে কোনো মরদেহ এখনো পায়নি। এছাড়া আমাদের কাছে কেউ অভিযোগও করেনি এখন পর্যন্ত।
সাইফুল উদ্দীন/এসজে/জেআইএম