প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০২২

কুমিল্লার দেবিদ্বারে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে সোহাগ মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার সোহাগ উপজেলার শাকতলা গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে। তিনি পেশায় গাড়িচালক।

ভুক্তভোগীর মা বলেন, রোববার সকালে তিনি প্রতিদিনের মতো বাসার কাজ করতে বেড়িয়ে যান। দুপুরে আমার বোনের মেয়ে ফোন করে ঘটনার বিষয়ে আমাকে জানান। বাসায় এসে মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায় পাশের বাসার ভাড়াটিয়া সোহাগ ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে। এরপর রাতে দেবিদ্বার থানায় সোহাগ মিয়ার নামে মামলা করি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মামলার পর অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করা। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।