শাজাহান খান

আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শ্রমিকরা বসে থাকবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২২
মোটর শ্রমিক ইউনিয়নের সভায় যোগ দেন শাজাহান খান

আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শ্রমিকরা বসে থাকবে না। সব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী শিল্পকলা মিলনায়তনে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপিকে উদ্দেশ্য করে শাজাহান খান বলেন, শ্রমিকদের রক্ত দিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করতে চেয়েছিল বিএনপি। আন্দোলনের নামে সড়কে আগুন দিয়ে পরিবহনের সঙ্গে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে। ক্ষমতায় থেকে কোনো কিছু করতে পারেনি।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।