মাদারীপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৫ ডিসেম্বর ২০২২

মাদারীপুরে বৈধ কাগজপত্র না থাকায় একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে কালকিনি পৌরসভার ঝুড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিংকি সাহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

jagonews24

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঘনবসতির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝুড়গাঁও এলাকায় বেশ কয়েকবছর আগে গড়ে ওঠে জামাল সরদারের মালিকানাধীন মেসার্স বিএসএম নামের একটি ইটভাটা। এর কালো ধোঁয়া নষ্ট করছে আশপাশের পরিবেশ। এমন কি নিয়মিত ওই ইটভাটায় জ্বালানী হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ ও গাছপালা। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের একটি দল। পরে সত্যতা পেলে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ইটভাটা। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার সব কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

jagonews24

অভিযানে কালকিনি ভূমি সহকারী কমিশনার কায়েসুর রহমান ও কালকিনি ফায়ার সার্ভিসের লিডার মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।