ব্রহ্মপুত্রে ধরা পড়লো ৪৫ কেজির বাঘাইড়, ৫৮ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০২২
ব্রহ্মপুত্র নদে ধরা পড়ে বিশাল আকৃতির মাছটি

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি কেজি দরে কেটে সাড়ে ৫৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে মাছটি উপজেলার পাম্প মোড় এলাকায় বিক্রির জন্য আনলে উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়রা জানান, কাচকোল এলাকার জেলে পাড়ার বাসিন্দা আকালু (৫২)। সকালে ব্রহ্মপুত্র নদে তিনি জাল ফেললে ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ে। সেখানে উন্মুক্ত ডাকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৫৪ হাজার টাকায় তা কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া।

দুপুরে উপজেলার পাম্পমোড় এলাকায় মাছ ব্যবসায়ী সাজু মিয়া মাছটি কেটে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে সাড়ে ৫৮ হাজার টাকায় খুচরা বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সাজু মিয়া বলেন, ‘বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও আছে। বিভিন্ন ঘাট থেকে মাছ কিনে কেটে খুচরা বিক্রি করি। এছাড়া বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদরা আমার কাছ থেকে এসব মাছ কিনেন।’

উপজেলার মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খান জাগো নিউজকে বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় বড় বড় মাছ ধরা পড়ছে। এরকম মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী উভয়ই খুশি হয়। মৎস্য বিভাগের পক্ষ থেকে এ এলাকায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষার চেষ্টা চলছে।


ফজলুল করিম ফারাজী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।