বাউফলে কুকুরের কামড়ে আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৪ ডিসেম্বর ২০২২
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) উপজেলার কালিশুরী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার জামাল মুন্সির নির্মাণাধীন ভবনে কয়েকদিন আগে একটি কুকুর চারটি বাচ্চা প্রসব করে। শনিবার কুকুরটি বাচ্চাগুলো রেখে খাবারের সন্ধানে যায়। ফিরে এসে বাচ্চাগুলো দেখতে না পেয়ে একে একে ২০ জনকে কামড়ে জখম করে।

আহতদের মধ্যে পোনাহুড়া গ্রামের শাহজাহান হাওলাদার (৫০), নাসির উদ্দিন হাওলাদার (৫২), এনামুল মুন্সি (৩৫), রাফিয়া (৬), ইফাত (৩), রাবেয়া খান (২), সাধন কুলি (৫৫), নুরু মোল্লা (৭০) ইসমাইল (৪২) ও সোবাহানের (৪৭) পরিচয় জানা গেছে।

কালিশুরী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল সিকদার বলেন, কুকুরের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, এ মুহূর্তে আমাদের এখানে ভ্যাকসিন নেই। তাই রোগীদের বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।