ওয়াজ মাহফিলের মাইক লাগাতে গিয়ে যুবকের মৃত্যু
ওয়াজ মাহফিলের মাইক লাগানোর সময় গাছ থেকে পড়ে মো. বশর (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ফটিকছড়ির জাফতনগর জাহানপুর নাছির মোহাম্মদ বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় বশর (২৭) নামের অপর এক মাইক হেলপার আহত হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার সময় আজাদী বাজারের ডি.এস মাইক সার্ভিসের কর্মচারী বশর (২৩) জাহানপুর নাছির মোহাম্মদ বাড়ির একটি মাহফিলের মাইক লাগাতে গাছে ওঠেন। অসাবধানতার কারণে গাছ থেকে ছিটকে নিচে পড়ে যান।
আহতাবস্থায় তাকে রাউজান গহিরাস্থ জে. কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বলে জানা গেছে।
এসময় গাছের নিচে থাকা বশর (২৭) নামের (একই নাম) আরেক কর্মচারী মাইকের তারের আঘাতে আহত হন।
ডি. এস মাইক সার্ভিসের সত্ত্বাধিকারী মো. সেলিম মৃত বশর ডি. এস মাইক সার্ভিসের কর্মচারী বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিনের সরকারি মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
জীবন মুছা/এসএইচএস/এবিএস