কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে ছাত্র ইউনিয়নের সাইকেল র্যালি
রাজবাড়ীতে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে ছাত্র ইউনিয়নের লাল কার্ড প্রদর্শন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের আয়োজনে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর থেকে এ সাইকেল র্যালি শুরু হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক হাড়ে বড়পুল এলাকা প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি কাউসার আহম্মেদ রিপন ও শহর শাখার সভাপতি উৎসব চক্রবর্তী।
বক্তারা বলেন, দেশে ব্যাঙ্গের ছাতার মতো কোচিং সেন্টার গড়ে উঠেছে। এই কোচিং সেন্টার বন্ধ করতে হবে।
এসময় জেলা ও শহর পর্যায়ের ছাত্র ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
রুবেলুর রহমান/জেএস/এএসএম