ক্রীড়া প্রতিমন্ত্রী

‘দেশের ফুটবল দলকে বিশ্বকাপের উপযোগী করতে কাজ চলছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৯ নভেম্বর ২০২২

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বাংলাদেশ ফুটবল দলকে বিশ্বকাপের উপযোগী করে গড়ে তুলতে কাজ চলছে। একেবারেই ওয়ার্ড পর্যায় থেকে সব পর্যায়ে ফুটবল খেলার উন্নয়নে সরকার কাজ করছে। এজন্য সারাদেশে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি হ্যালিপ্যাড মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এসব বলেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষের ফুটবলের প্রতি আবেগ ও ভালোবাসা অনেক বেশি। একদিন বিশ্বকাপে আমাদের দেশ প্রতিনিধিত্ব করবে।’

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জঙ্গিবাদ, সন্ত্রাস, লুটপাট, গুম, খুন, হাওয়া ভবন ছিল। সরকারের অর্থ নিজের ভেবে বিএনপি নেতারা নিজেদের পকেটে ভরতেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।

যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল হক মিন্টু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।