কুড়িগ্রামে কীটনাশক পানে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:২৪ এএম, ২৮ নভেম্বর ২০২২
ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কীটনাশক পানে গোলাম হোসেন (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত গোলাম হোসেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের মৃত আমির হোসনের ছেলে।

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (২৭ নভেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, পরপর দুই স্ত্রী চলে যাওয়ায় গোলাম হোসেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কিছুদিন আগে জমি বিক্রি করেন তিনি। এরপর জুয়া খেলে করেন সব টাকা।

এ অবস্থায় শুক্রবার (২৫ নভেম্বর) ভোরে নিজ ঘরে সবার অজান্তে আলু ক্ষেতে দেওয়া কীটনাশক পান করেন তিনি। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।

রোবাবর দুপুরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান কীটনাশক পানে গোলাপ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুল করিম ফারাজী/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।