ছিনতাই হওয়া এজেন্ট ব্যাংকিংয়ের ৭ লাখ টাকাসহ গ্রেফতার ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৭ নভেম্বর ২০২২

দিনাজপুরের বিরলে ইসলামী ব্যাংকের এক এজেন্টের ছিনতাই হওয়া সাত লাখ টাকাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাছে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল এবং ছিনতাইয়ের টাকায় কেনা জুতা, মোবাইলফোন, জামা-কাপড় জব্দ করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

ছিনতাই হওয়া এজেন্ট ব্যাংকিংয়ের ৭ লাখ টাকাসহ গ্রেফতার ৮

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) গ্রাহকের লেনদেনের ৯ লাখ ৯০ হাজার টাকা জমা দিতে শহরে যাচ্ছিলেন ইসলামী ব্যাংকের এজেন্টের দুই কর্মচারী। দিনাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড়ে জনৈক আব্দুর রহিমের বাড়ির সামনে ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে এসে তাদের ওপর হামলা করেন।

এ সময় ছিনতাইকারীরা টাকা বহনকারী মোটরসাইকেল আরোহী সাইদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৯ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যান। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর অভিযান শুরু করে পুলিশ।

ছিনতাই হওয়া এজেন্ট ব্যাংকিংয়ের ৭ লাখ টাকাসহ গ্রেফতার ৮

অভিযান চলাকালে উপশহরের ৭ নম্বর ব্লকের মৃত জুলফিকার আলীর ছেলে সজিব আলী বাবু (২৭), ৫ নম্বর ব্লকের মৃত আবুল কালামের ছেলে শাখাওয়াত সরকার অর্ণব (৩০), ৩ নম্বর ব্লকের মৃত মোকারম হোসেনের ছেলে নাদিম মাহমুদ রাজ (২৪) ও নুর কুতুবুল আলমের ছেলে ফজলে রাব্বী (২৫), পুরাতন ৬ নম্বর ব্লকের সরদার আবুল হোসেনের ছেলে দাবাতুল ইসলাম উজ্জ্বল (৩৭), ৫ নম্বর ব্লকের রফিকুল ইসলামের ছেলে তরিফুল ইসলাম কনক (৩০), পুলহাট বাহারপাড়া এলাকার সামিনুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম মিঠুন (৩০) ও সুইহারী খালপাড়া এলাকার মৃত সামছুল আলমের ছেলে রবিউল ইসলাম সুমনকে (৩২) গ্রেফতার করা হয়।

এদের মধ্যে পাঁচজনকে উপশহর এবং তিনজনকে বিরামপুর উপজেলার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিক্তিতে আসামি দাবাতুল ইসলামের বাসার শয়নকক্ষের স্টিলের আলমারির ড্রয়ার, বাড়ির টিউবওয়েলের পাশে মাটিতে পুঁতে রাখা ব্যাগসহ অন্যান্য আসামির বাড়ি থেকে সাত লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় ছিনতাইয়ের টাকা দিয়ে কেনা জুতা, মোবাইলফোন ও জামা-কাপড় জব্দ করা হয়।

ছিনতাই হওয়া এজেন্ট ব্যাংকিংয়ের ৭ লাখ টাকাসহ গ্রেফতার ৮

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, ছিনতাইয়ের ঘটনাটি পুরোপুরি পরিকল্পিত। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত গফুর ও মিরাজ নামের আরও দুই আসামি পলাতক। তাদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।