জেলেদের জালে উঠে এলো ব্যাগসহ খুলি-কঙ্কাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৬ নভেম্বর ২০২২

জামালপুরের মাদারগঞ্জে ব্যাগসহ মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের দক্ষিণ আতামারী এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, বিকেলে যমুনা নদীর আতামারী এলাকায় জেলেরা মাছ ধরতে গেলে তাদের জালে মানুষের মাথার খুলি ও হাড়সহ একটি ব্যাগ উঠে আসে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ব্যাগটি উদ্ধার করে। তবে এটা পুলিশের ব্যাগ কিনা বোঝা যাচ্ছে না।

তিনি আরও জানান, উদ্ধার মাথার খুলি ও হাড়গুলো ময়নাতদন্তের জন্য জামালপুরে পাঠানো হচ্ছে। এছাড়াও ডিএনএ টেস্টের প্রস্তুতি চলমান।

মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, স্বাভাবিকভাবে পুলিশের ব্যাগ থাকার কথা না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।