মসজিদে মারা গেলেন তাবলিগ জামাতের সদস্য
চট্টগ্রামের মিরসরাইয়ে দাওয়াতি কাজে মসজিদে অবস্থানকালে আবুল কাশেম (৬২) নামে তাবলিগ জামাতের এক সদস্যের মৃত্যূ হয়েছে। তিনি রাজবাড়ী সদর থানার চরখানখানাপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।
শুক্রবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উপজেলার বড়তাকিয়া সৈদালী জামে মসজিদে তার মৃত্যু হয়। এর আগে সকালে ১৫ সদস্যের একটি দল ওই মসজিদে অবস্থান নেন। তাদের মধ্যে আবুল কাশেমও ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে এশার নামাজ শেষে দাওয়াতি দলের প্রবীণ সদস্য আবুল কাশেম (৬২) অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয় পল্লী চিকিৎসক আনা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ওই দাওয়াতি দলের আমীর আহছান উল্লাহ বলেন, আমার শ্বশুর গত ২৮ আগস্ট তিন চিল্লার (১২০ দিন) উদ্দেশ্য ঘর ছাড়েন। বড়তাকিয়ায় উনার ৩য় চিল্লা ছিল। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে আবারও অসুস্থ হন এবং মসজিদেই মারা যান।
তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী সফররত অবস্থায় কেউ মারা গেলে সেখানেই তাকে কবরস্থ করা হয়। তাই শ্বশুরকেও রাজবাড়ী ফেরত না নিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার (২৬ নভেম্বর) জানাজা শেষে বড়তাকিয়া মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
সৈদালী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সবুজ ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে অসুস্থ হয়ে তাবলিগের এক সদস্যের মৃত্যু হয়। পরে তার সঙ্গী ও পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে জানাজা ও দাফনের আয়োজন করে। স্থানীয়ভাবে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করেছি।
খৈয়াছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. ইয়াছিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ/জেআইএম