চাঁপাইনবাবগঞ্জে ঘোড়দৌড় দেখতে মানুষের ভিড়
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা আম বাগান মাঠে এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা দেখতে হাজারও মানুষ ভিড় করেন।
জেলার বিভিন্ন স্থানসহ বগুড়া, নওগাঁ, পাবনা থেকে আসা ৫০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ঘোড়ার আকার অনুযায়ী তিনটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগীরা অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, নারী ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন, বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আতাউল হক কমল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকবিরুল আলম আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, ঘোড়দৌড় একটি ঐতিহ্যবাহী খেলা। খেলাটি হারিয়ে যেতে বসেছে। দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ খেলা উপভোগ করতে এসেছেন।
সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম