সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক চালু জুনে: শিল্পমন্ত্রী
সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে ৪০০ একর জায়গাজুড়ে গড়ে উঠছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্প পার্ক। শিল্প পার্কটি পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে শিল্প নগরী ও বিসিক শিল্প পার্ক প্রকল্প এলাকা পরিদর্শন করেন শিল্পমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি প্রকল্পটির যাবতীয় কার্যক্রম ২০২৩ সালের জুনের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন। সেইসঙ্গে আগামী বছরের জুন মাসেই উদ্বোধন করা হবে বলে সাংবাদিকদের জানান।
এ সময় দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান এই বিসিক শিল্প পার্কের জমির প্লট নিতে আগ্রহী রয়েছেন বলে জানান শিল্পমন্ত্রী।
সিরাজগঞ্জ বিসিক সূত্র জানা যায়, পার্কটিতে ৮২৯টি প্লটে গড়ে উঠবে ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান। এতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
পার্ক পরিদর্শনের সময় শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কালাম আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ও বিসিকের চেয়ারম্যান মুহা. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
পরে শিল্প পার্ক প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন শিল্পমন্ত্রী।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য জাগো নিউজকে বলেন, পার্কটিতে সড়ক, রেল এবং নৌপথের সরাসরি যোগাযোগ থাকায় কাঁচামাল আনা ও উৎপাদিত পণ্য পরিবহনে বাড়তি সুবিধা পাবেন বিনিয়োগকারীরা।
এসআর/জিকেএস