কাউখালীতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৪ নভেম্বর ২০২২

রাঙ্গামাটির কাউখালীতে হতদরিদ্র পাহাড়িদের মাঝে সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কাউখালীর ফটিকছড়ি ইউনিয়নের দুর্গম জনপদ ডাবাকাটা আদামে (গ্রাম) এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি জােনের আওতাধীন দুর্নিবার এগার (১১ ইবি) এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন রাঙ্গামাটি সিএমএইচের চিকিৎসক মেজর সঞ্জয় কান্তি নাথ, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের প্রধান ডা. নাফিস ইমতিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ফুয়াদ আল ইসলাম।

চিকিৎসা সেবা চলাকালীন তিনি বলেন, দুর্গম জনপদের পাহাড়ি জনগােষ্ঠীকে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এ সময় প্রায় ২৫০ জন পাহাড়িকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।