আর্জেন্টিনার খেলা দেখার সময় কুমিল্লায় একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:০৪ এএম, ২৩ নভেম্বর ২০২২
ফাইল ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে, এটি ২০১৮ সালের পুরান ঢাকার ছবি

আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা দেখার সময় কুমিল্লার বুড়িচংয়ে জাবেদ কাউছার কাকন (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিকারপুর গ্রামের জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।

কয়েকটি গণমাধ্যমে বলা হয়, জাবেদ একজন আর্জেন্টিনার সমর্থক। খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ায় তিনি মারা যান।

তবে জাবেদের জেঠাতো ভাই নেসার আহমেদ এই খবরকে গুজব বলেন। আর পুলিশও বলছে এটা স্বাভাবিক মৃত্যু।

jagonews24

জাবেদের মরদেহ

নেসার আহমেদ জাগো নিউজকে বলেন, ভাইয়া আমার কোলে মারা গেছেন। তিনি খেলাধুলায় তেমন আগ্রহী ছিলেন না। গ্রামের বাড়িতে আমরা যখন টিভিতে আর্জেন্টিনার খেলা দেখছিলাম, ভাইও আমাদের সঙ্গে এসে বসেন। খেলার মাঝে ভাই হঠাৎ চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন। এ সময় আমি তাকে ধরে ফেলি। তখন তার মুখ থেকে লালা বের হচ্ছিল। আগে থেকেই তিনি অ্যাজমা ও হার্টের রোগী ছিলেন।

জাবেদের ভাই আরও বলেন, ঘটনার সময় ইনহেলার এনে আমি তার মুখে দিয়েছি। পরে স্থানীয় চিকিৎসককে ডাকা হলে তিনি মৃত বলে জানান। এরপরও আমরা তাকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানেও চিকিৎসকরা জানান ভাই মারা গেছেন। আর্জেন্টিনা খেলায় হেরেছে বলে তিনি মারা গেছেন এটি মিথ্যা ও গুজব।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যতটুকু জেনেছি খেলা চলাকালে তিনি মারা গেছেন। এটাকে স্বাভাবিক মৃত্যু বলা যায়।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।