প্রবাসীর ঘর আলো করে এলো একসঙ্গে ৪ সন্তান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২২ নভেম্বর ২০২২

মৌলভীবাজারে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন লিপি রানী দাস নামের এক প্রবাসীর স্ত্রী। নবজাতকদের মধ্যে দুজন মেয়ে ও দুজন ছেলে শিশু।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুগুলোর জন্ম হয়। মা ও চার নবজাতক সুস্থ আছেন।

লিপি রানী দাস মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে লিপি রানীর বেশকিছু শারীরিক সমস্যা দেখা দেয়। পরে পরীক্ষায় ধরা পড়ে তার গর্ভে চার সন্তান রয়েছে। চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সোমবার সেখানে পরপর চার সন্তানের জন্ম দেন লিপি রানী।

লিপি রানীর জা মিতা রানী দাস জাগো নিউজকে বলেন, ‘লিপির দীপ্ত নামের ৯ বছরের আরও একটি ছেলে সন্তান রয়েছে। দ্বিতীয় পর্যায়ে তার একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার বিষয়টি সবাইকে অবাক করেছে। এটা ভাগ্যের ব্যাপার।’

লিপি রানীর স্বামী অমিত দাস জানান, একসঙ্গে চার সন্তান হওয়ায় তিনি আনন্দিত। তিনি সন্তানদের জন্য দোয়া চান।

আব্দুল আজিজ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।