চুয়াডাঙ্গা

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ৭ ছাগল ও এক গরু জবাইয়ের ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২১ নভেম্বর ২০২২

চুয়াডাঙ্গায় দেড় হাজার ফুট দের্ঘ্যের পতাকা নিয়ে শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। কাতার বিশ্বকাপের ট্রফি মেসির হাতে উঠলে গরু-ছাগল জবাইয়ের ঘোষণাও দেন তারা।

সোমবার (২১ নভেম্বর) দুপুর থেকেই সাদা-আকাশি জার্সি গায়ে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে জড়ো হতে থাকেন জেলার বিভিন্ন এলাকার আর্জেন্টিনার ভক্তরা। পরে বিকেল ৪টার দিকে দেড় হাজার ফুট দৈর্ঘ্যের বিশাল পতাকা নিয়ে শোভাযাত্রা বের হয়। শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর হয়ে কোর্টমোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

jagonews24

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি বলেন, ফুটবল মানেই আর্জেন্টিনা আর আর্জেন্টিনা মানেই ফুটবল। সর্বকালের সেরা ফুটবলার ম্যারাডোনার দল আর্জেন্টিনা। এবার এই দলের নেতৃত্বে রয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার শেষ বিশ্বকাপ এটা। আমরা শতভাগ আশাবাদী এবার বিশ্বকাপ ট্রফি তার হাতেই উঠবে।

jagonews24

জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুল আদিব জোয়ার্দ্দার বলেন, এবার আর্জেন্টিনাই কাপ নেবে। সেদিন আমরা সাতটি ছাগল ও একটি গরু জবাই করে সবাইকে ভূরিভোজ করাবো। এছাড়া আরও চমক থাকবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।