‘বিএনপির জ্বালাও-পোড়াও নীতির কারণে মালিকরা গাড়ি চালাতে চান না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১৯ নভেম্বর ২০২২

বিএনপির জ্বালাও-পোড়াও নীতির কারণে মালিকরা গাড়ি চালাতে চান না বলে দাবি করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা জেলা বইমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী, বিএনপির জ্বালাও-পোড়াও নীতির কারণে মালিকরা গাড়ি চালাতে চান না। এটা তাদেরই (চালক-মালিক) ইচ্ছা, এতে সরকারের কোনো ইন্ধন নেই।

তিনি আরও বলেন, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় স্ত্রীর সামনেই স্বামী ও তাদের মেয়ে ছটফট করতে করতে মারা যায়। এটাই তার বাস্তব প্রমাণ।

উদ্বোধন শেষে তিনি বিভিন্ন বইয়ের স্টল পরিদর্শন করেন। পাঁচ দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।