সম্মেলনের মধ্য দিয়েই জাতীয় নির্বাচনের প্রস্তুতি: শাজাহান খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৯ নভেম্বর ২০২২
সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুর আহমাদিয়া কামিল মাদরাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শাজাহান খান বলেন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এ সম্মেলনকে সফল করতে এরই মধ্যে উদযাপন কমিটি হয়েছে। তারা সম্মেলনকে মহামিলন মেলায় পরিণত করতে কাজ করছে। এ সম্মেলনের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ সময় সাবেক এ মন্ত্রী রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সাময়িক দেশের জনগণের অসুবিধায় কথা স্বীকার করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবাইকে কৃষিতে মনযোগী হতে বলেছেন। এতে করে খাদ্য ঘাটতি কমে আসবে। দেশে কোনো দুর্ভিক্ষ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সারাক্ষণ ভাবেন। তাই তাকে আগামীতেও মানুষ ভোট দিয়ে সম্মান জানাবে।

মাদারীপুর আহমাদিয়া কামিল মাদরাসার ‘শাহ সূফি নূর মোহাম্মদ’ ভবনটি নির্মাণে প্রায় তিন কোটি টাকা ব্যয় হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, মাদারীপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাফিজুর রহমান জাচ্চু খান, মাদরাসার দাতা সদস্য ও মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এমএম আরাফাত হাসান, ঠিকাদার খলিলুর রহমান দর্জি।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।