৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৮ নভেম্বর ২০২২

অডিও শুনুন

সাতক্ষীরার তালায় ব্রাজিলের ৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ব্রাজিল ফ্যান ক্লাবের সমর্থকরা।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে তালা সরকারি কলেজ মাঠ থেকে ব্রাজিলের জার্সি পরে ও পতাকা হাতে নিয়ে ব্রাজিল সমর্থকরা শোভাযাত্রাটি বের করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রার আয়োজক ব্রাজিল ফ্যান ক্লাবের সদস্য অর্ঘ্য ঘোষ জাগো নিউজকে বলেন, কাতার বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলকে সমর্থন জানাতে আমাদের এই আয়োজন। আমরা ৫০০ হাত দীর্ঘ পতাকা তৈরি করেছি। পতাকাটি ব্রাজিলের খেলোয়াড়দের জন্য উৎসর্গ করলাম।

ব্রাজিল ফ্যান ক্লাবের অন্যতম সংগঠক সুমন হোসেন জাগো নিউজকে বলেন, ব্রাজিল ও নেইমারকে ভালোবেসে আমাদের এই আয়োজন। আমরা আশা করি এবারও ব্রাজিল বিশ্বকাপ জিতবে।

শোভাযাত্রায় তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক ব্রাজিল সমর্থক অংশ নেন।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।