সাতক্ষীরায় একসঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৮ নভেম্বর ২০২২

সাতক্ষীরায় একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন কেয়া খাতুন (২২) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। তিন নবজাতকের মধ্যে দুটি মেয়ে ও একটি পুত্র সন্তান।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলার জাকির হোসেন ফেরি করে লেপতোশক বিক্রি করেন। প্রসব বেদনা উঠলে স্ত্রী কেয়া খাতুনকে হাসপাতালে ভর্তি করেন। পরে সিজারের মাধ্যমে কেয়া খাতুন তিন সন্তানের জন্ম দেন। মিনহাজ খান নামের তাদের ৪ বছরের আরও একটি সন্তান রয়েছে।

সাতক্ষীরায় একসঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের ইনচার্জ ড. শঙ্কর প্রসাদ বিশ্বাস জানান, তিন নবজাতক ও মা সুস্থ আছেন।

আহসান রাজিব/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।