কেন্দ্রে দায়িত্ব পালনকালে শিক্ষা কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৭ নভেম্বর ২০২২

টাঙ্গাইলের ভুঞাপুরে পরীক্ষার দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজামালের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে এইচএসসির হিসাব বিজ্ঞান পরীক্ষায় তিনি দায়িত্ব পালন করছিলেন।

তিনি ভুঞাপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ওই কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, পরীক্ষা চলাকালীন সময় শিক্ষা কর্মকর্তা শাহজামাল, দায়িত্বরত একজন চিকিৎসক ও শিক্ষকরা অফিস রুমে বসেছিলাম। এ সময় ওই শিক্ষা কর্মকর্তা হঠাৎ অন্যরকম হয়ে নিজে মাথায় পানি দেন। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভুঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করার সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজামাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।