বাগেরহাটে রোদে স্কুলমাঠ পরিষ্কার করার সময় ১১ শিক্ষার্থী অসুস্থ
বাগেরহাটের রামপালে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়া ১১ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) অ্যাসেম্বলির পর রোদে মাঠ পরিষ্কার করায় তারা অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের।
স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। এরপর তাদের অ্যাসেম্বলি শেষ হলে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করার নির্দেশ দেন প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস। মাঠ পরিষ্কার করার সময় শিক্ষার্থীদের মধ্যে ১১ জন অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকরা তাদের অভিভাবকদের খবর দিয়ে হাসপাতালে ভর্তি করান।
অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা সপ্তম ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বলে জানা গেছে। তাদের সবার বাড়ি ঝনঝনিয়া গ্রামে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ বলেন, ‘শিক্ষার্থীরা ঠিকমতো না খেয়ে স্কুলে আসে। তাদের গ্যাসের (গ্যাস্ট্রিক) সমস্যা হয়েছে।’
বিদ্যালয়ে কর্মচারী থাকতে শিশুদের দিয়ে কেন মাঠ পরিষ্কার করালেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এতে দোষ কী? আমরাও তো বিদ্যালয়ে পড়াকালীন মাঠ পরিষ্কার করেছি।’
একসঙ্গে এত শিক্ষার্থীর গ্যাস্ট্রিকের সমস্যা পারে কি না জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক।
সহকারী প্রধান শিক্ষক তাহিদুল ইসলাম বলেন, ম্যাস হিস্টোরিয়া হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন জানান, শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, এটা গণ হিস্টোরিয়া। তাদের গ্যাস্ট্রিক বা অন্য কোনো সমস্যা নেই। তবে একটি ছেলে আগে থেকেই অসুস্থ।
এসআর/এএসএম