কাউন্সিলরের ওপর হামলায় ৪ ছেলেসহ সাবেক কাউন্সিলর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৪ নভেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর মো. শাহীনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক কাউন্সিলর শরীফ ভাণ্ডারী ও তার চার ছেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি নিজ বাড়ি থেকে পৌরসভায় যাওয়ার পথে শহরের কাজীপাড়া এলাকায় এ হামলার শিকার হন শাহীন।

কাজীপাড়ায় পৌরসভার মালিকানাধীন একটি পুকুরের সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কাউন্সিলর। এসময় শাহীনকে রক্ষা করতে গেলে তার শ্যালক রনি, ভাগনে শরীফ ও ভাতিজা সাকিবও মারধরের শিকার হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

আহত কাউন্সিলর মীর মো. শাহীন বলেন, শহরের কাজীপাড়া এলাকায় পৌরসভার একটি পুকুর রয়েছে। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ পুকুরটি রক্ষায় মাপজোঁক করে সীমানা নির্ধারণ করে দেয় এবং দেখভালের জন্য আমাকে দায়িত্ব দেয়। এ বিষয়টিকে ঘিরে শরীফ ভাণ্ডারী আমার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিল।

Brahmonbaria

তিনি বলেন, সোমবার আমি পুকুরের নির্ধারিত সীমানায় খুঁটি গেড়ে দিই। পরে দুপুরে কাজীপাড়া এলাকায় কিছু সামাজিক কাজ শেষে পৌরসভায় যাওয়ার সময় সাবেক কাউন্সিলর শরীফ ভাণ্ডারীর নেতৃত্বে তার ছেলে শাহ মো. শকিল (৩৬), শাহ মো. শান্ত (৩০), শাহ মো. শাওন (২৭) ও শাহ মো. অনিক (২৩) এবং সাজন মিয়ার ছেলে সালমান সাদিক সাঈফসহ তাদের বাহিনীর লোকজন আমার ওপর হামলা চালায়। এসময় তারা আমাকে বেদম মারধর করে।

আহত কাউন্সিলর আরও বলেন, খবর পেয়ে পরিবারের লোকজন আমাকে বাঁচাতে এলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ শরীফ ভাণ্ডারীসহ তার চার ছেলেকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।