কিশোরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৩ নভেম্বর ২০২২

কিশোরগঞ্জের তাড়াইলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) দিনগত রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে তাড়াইল পুলিশ।

বিজ্ঞাপন

অভিযুক্ত আজিম উদ্দিন একই এলাকার মৃত আফসর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে চার বছর বয়সী শিশুটিকে তার প্রতিবেশী চাচাতো দাদা আজিম ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার রাতে শিশুটির মা মামলা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টির নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।