সাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরের ঝুট গুদামের আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৩ নভেম্বর ২০২২

গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৩ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, শনিবার দিনগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, আগুনের মাত্রা বাড়তে থাকায় আশপাশের ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সর্বশেষ সাড়ে পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।