একজন শোভা রানী ও তার সফলতার গল্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:২৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

শত কষ্ট আর যন্ত্রণার পরও শুধু নিষ্ঠা, সততা, একগ্রতা আর পরিশ্রমের পর জীবনে যে সফলতা আসে তার অন্যতম উদাহরণ ঝিনাইদহের শোভা রানী বিশ্বাস।

Shova-rane

ঝিনাইদহ পৌর এলাকার শিকারপুর গ্রামের বাসিন্দা শোভা রানী বিশ্বাস জানান, আমি শিক্ষার আলো পাইনি। তাই অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। স্বামী মানসিক প্রতিবন্ধী। এরপর বিয়ের কিছু বছরের মধ্যেই আমার কোল জুড়ে এলো তিনটা বাচ্চা। আমার জীবনে সেই মুহূর্তগুলো খুব হতাশা ও কষ্টের মধ্যে দিয়ে গেছে।

Shova-rane

তিনি আরও জানান, কষ্টকে শক্তিতে রূপান্তরিত করেছি। সত্যটাকে মেনে নিয়ে স্বামীর বাড়িতে জমিতে সবজি চাষ শুরু করলাম। বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সবজি চাষের পাশাপাশি শুরু করলাম গরু ছাগল ও হাঁস-মুরগি পালন। আমার এতো পরিশ্রমের একটাই উদ্দেশ্য ছিল যে আমার সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা। আমার পরিবার অসচেতন হওয়ার কারণে তারা আমাকে জলে ফেলে দিয়েছিল। কিন্তু আমি আমার সন্তানদের মঙ্গল চাই। তাই আমি কোন ভুল সিদ্ধান্ত নিতে চায় না যাতে করে আমার সন্তান আমার মতো দুবির্ষহ জীবনযাপন করে। বর্তমানে আমি একজন সফল মা ও গৃহিণী।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।