খ্যাপলা জাল ফেলার সময় নদে পড়ে আনসার সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১১ নভেম্বর ২০২২

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদে ডুবে সাদিকুল ইসলাম (৩২) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে মাছ ধরতে গিয়ে তিনি ওই নদে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

সাদিকুল ইসলাম বাগাতিপাড়া পৌরসভার দক্ষিণ মুরাদপুর মহল্লার সিদ্দিক সরকারের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বড়াল নদের ইউএনও পার্ক এলাকায় জাল নিয়ে মাছ ধরতে যান সাদিকুল ইসলাম। খ্যাপলা জাল ফেলার সময় সাদিকুল নিজেও পানিতে পড়ে যান। পরে আর উঠতে পারেননি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে। সেখান থেকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদিকুল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।