মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া হামিদুল মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:০১ এএম, ০৯ নভেম্বর ২০২২

 

১৯৭১ সালের অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া হামিদুল ইসলাম (৮২) মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১১ টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোনাপুর গ্রামের মৃত নওশের মণ্ডলের ছেলে হামিদুল ইসলাম বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার রাতে মারা গেছেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া ১২ জন আনসার সদস্যের একজন ছিলেন হামিদুল ইসলাম।

বুধবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাজা শেষে সোনাপুর গ্রাম্য কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

আসিফ ইকবাল/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।