সিরাজগঞ্জে পুড়ে ছাই ৪ দোকান, ৩০ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৭ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে ছাই হয়েছে চারটি দোকান।

রোববার (৬ নভেম্বর) দিনগত রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে দোকানে থাকা একটি মোটরসাইকেল, কম্পিউটার ও বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে ধানগড়া গোলচত্তর এলাকার একটি মুদি দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে একটি ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল-পাঠান। তিনি ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল জাগো নিউজকে বলেন, ভোরে বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।