দুর্বৃত্তদের হামলায় আহত শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৫ নভেম্বর ২০২২
নিহত আব্দুল বারী চান শিক্ষানবিশ আইনজীবী ছিলেন

বগুড়া পৌর শহরের চকফরিদ কলোনিতে সন্ত্রাসীদের হামলায় আহত আব্দুল বারী চান (৪০) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল বারী চকফরিদ এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে ছিলেন। এছাড়া তিনি জেলা ছাত্রদলের সাবেক নেতা ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ১ অক্টোবর আব্দুল বারী আদালতে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন। ৩০০ গজ যাওয়ার পর তিনজন ব্যক্তি তার ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে আব্দুল বারীকে কুপিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।

এসআই আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে মারা যান। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।