পদ্মায় জেলের জালে ধরা পড়লো বড় কুমির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৫ নভেম্বর ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিং ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে জেলের জালে মাছের পরিবর্তে ধরা পড়েছে একটি বড় কুমির।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা নদীর পুরোনো ফেরিঘাট এলাকায় জেলে আবুল কালাম আজাদের জালে এ বড় কুমির ধরা পড়ে।

বড় আকারের মাছ ভেবে তিনি কয়েক জনের সহায়তায় জাল টেনে তুলে দেখেন এটি কোনো মাছ নয়, একটি জীবন্ত কুমির।

জেলে আবুল কালাম আজাদ জানান, বিকেলে অন্যান্য জেলেদের মতো তিনিও পদ্মা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ জালে বড় আকারের কোনো কিছুর উপস্থিতি টের পেয়ে প্রথমে ভেবেছিলেন এটি বড়সড় কোনো মাছ হবে। কিন্তু জাল টেনে তোলার পর দেখা যায় এটি মাছ নয়, বড় আকারের একটি জীবন্ত কুমির।

পরে অন্যান্য জেলেদের সহযোগিতায় কুমিরটিকে আটকে ফেলা হয়। উপজেলা প্রশাসন এবং বন বিভাগকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিভাগীয় বন কর্মকর্তা জি এম মো. কবির জানান, এটি সম্ভবত মিঠা পানির কুমির। কুমিরটি লম্বায় ৬ ফুট এবং চওড়ায় আড়াই ফুটের মতো। বাদামি রঙের এ কুমিরের ওজন প্রায় ৩৫ কেজি।

তার ধারণা গত বর্ষায় ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় এটি নদী দিয়ে এখানে আসে। এর আগে এ ধরনের কোনো কুমির পদ্মায় দেখা যায়নি বলেও জানান তিনি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যায়। পরে বন বিভাগ এবং প্রশাসনের উপস্থিতিতে রাতেই কুমিরটিকে আবার পদ্মা নদীতেই অবমুক্ত করে দেওয়া হয়।

বাহিরচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসাদুজ্জামান কচি জানান, পদ্মা নদীতে এর আগে কখনো জেলেদের জালে কুমির আটক হওয়ার খবর শোনা যায়নি।

এদিকে জালে কুমির আটক হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত মানুষ কুমিরটিকে এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায়।

আল-মামুন সাগর/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।