আওয়ামী লীগকে টেনে উপড়ে ফেলা যাবে না: শাজাহান খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৩ নভেম্বর ২০২২

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান বলেছেন, আওয়ামী লীগকে টেনে উপড়ে ফেলা যাবে না। বিএনপি- জামায়াত কম ষড়যন্ত্র করেনি। তারা সফল হয়নি। কারণ আওয়ামী লীগ মানুষের হৃদয়ে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) মাদারীপুর সদর উপজেলার আচমত আলী খান মিলনায়তনে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শাজাহান খান আরও বলেন, বাংলাদেশ সব ধর্মের লোকের জন্য সমান। ইসলাম সংঘাত, সন্ত্রাসকে সমর্থন করে না। সব ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। যারা ধর্মের নামে সংঘাত সৃষ্টি করেন তারা মানুষ হিসেবে নিজেদের দাবি করতে পারেন না। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। সেই স্বাধীন দেশে যেন রাজনৈতিক বা ধর্মীয় সংঘাতে রক্ত না ঝরে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুদ্দীনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান, পৌরমেয়র খালিদ হোসেন ইয়াদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত সেলিম প্রমুখ।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।