ময়নাতদন্তেও অজানা বিড়ালের মৃত্যুর কারণ, অপেক্ষা ভিসেরা রিপোর্টের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ০৩ নভেম্বর ২০২২

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আছিয়া নামের এক কিশোরীর পোষ্য বিড়াল হত্যার অভিযোগে প্রাণীটির ময়নাতদন্ত করা হয়েছে। এখন অপেক্ষা ভিসেরা রিপোর্টের। ভিসেরা রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বিড়ালের ময়নাতদন্ত সম্পন্ন হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা বিড়ালের ময়নাতদন্ত করেন।

jagonews24

তিনি জানান, পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতেই ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিটি অর্গানেরই ময়নাতদন্ত করেছি, তবে আঘাতের আলামত পাওয়া যায়নি। রিপোর্ট দিয়েছি। তবে পয়জনিং কেস ধরার বিষয়টি এখানে হয় না, পয়জন টেস্ট করে ইনস্টিটিউট অব পাবলিক হেল্থ। সে বিষয়টি তারা বলতে পারবে।

তদন্তকারী কর্মকর্তা সিরাজদিখান থানার উপ-পরিদর্শক কামরুল জানান, ময়নাতদন্ত করা হয়েছে। ভিসেরা রিপোর্টের জন্য ঢাকায় নেওয়া হবে। রিপোর্ট পাওয়া গেলে বিড়ালটি হত্যা করা হয়েছিল না স্বাভাবিক মৃত্য তা জানা যাবে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

jagonews24

এর আগে গত ৩০ অক্টোবর সিরাজদিখান থানায় পোষ্য বিড়াল হত্যার অভিযোগ করেন বিড়ালের মালিক আছিয়া আক্তারের মা আকলিমা বেগম। এ ঘটনায় বিড়ালটিকে ময়নাতদন্তের জন্য পাঠায় থানা পুলিশ। প্রথমে গড়িমসি করা হলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তৎপর হয় সংশ্লিষ্টরা। আছিয়া উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের মেয়ে।

তিনি জানান, বিড়ালটি সে ছোটবেলা থেকেই লালন-পালন করতো। গত ৩০ অক্টোবর দুপুরে বিড়ালটিকে উত্তর ফুরশাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও তার মেয়ে সেলিনা কাঠ দিয়ে আঘাত করে। পরে চিকিৎসার জন্য পশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।