রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম শেখ (৩২) নামে ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের জিন্দার আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াকান্দি থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-২৭৬৮) বালিয়াকান্দিগামী ভ্যানকে ধাক্কা দিলে চালক মনিরুল ইসলাম গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
রুবেলুর রহমান/জেএস/জেআইএম