রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০১ নভেম্বর ২০২২

রাজশাহীর বাগমারায় পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়। এসময় পাঁচ প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলার মোহনগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী। এসময় তাদের সহযোগিতা করেন বাগমারা থানা পুলিশ।

jagonews24

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে বাগমারা উপজেলার মোহনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় রইস মুদি নামের দোকানে অতিরিক্ত চিনি মজুত রাখা ও বেশি দামে বিক্রি করায় পাঁচ হাজার টাকা, একই অপরাধে বিপ্লব মুদি দোকানকে পাঁচ হাজার টাকা, মিঠু মুদি দোকানকে দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় ছয় হাজার টাকা, অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি করায় জান্নাত হোটেলকে এক হাজার টাকা এবং বিষাক্ত রং ব্যবহার করে পণ্য উৎপাদন করায় মোস্তফা চা দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।