সিত্রাং তাণ্ডব: কলাবাগান নষ্ট হয়ে সর্বস্বান্ত সিদ্দিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:০৭ পিএম, ০১ নভেম্বর ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কলা চাষি সিদ্দিক মাতুব্বর সর্বস্বান্ত হয়ে গেছেন। প্রায় সাত বিঘা জমির কলার বাগান নষ্ট হয়ে তার অবস্থা এখন পথে বসার উপক্রম।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামের বর্গা চাষি সিদ্দিক মাতুব্বর এ বছর অন্যের জমি লিজ নিয়ে প্রায় সাত বিঘা জমিতে কলার চাষ করেন। কিন্তু কয়েকদিন আগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে কলার বাগান নষ্ট হয়ে যায়। এরইমধ্যে প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়ে গেছেন ওই কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিক জাগো নিউজকে বলেন, আমি এবছর জমি লিজ নিয়ে কলার বাগান করি। বিশাল এ বাগানে এখন পর্যন্ত আমি ১০ লাখ টাকা খরচ করেছি। গাছে কলা ধরতেও শুরু করছে। কিন্তু এর মধ্যে ঘূর্ণিঝড়ের কারণে আমার সব কলা গাছ ভেঙে মাটিতে পড়ে গেছে। আমার সব শেষ হয়ে গেলো।

স্থানীয় বাসিন্দা হানিফ মাতুব্বর বলেন, আমার বড় ভাই সিদ্দিকের কোনো ছেলে নেই, কেবল সাত মেয়ে। অনেক কষ্ট করে এই কলার বাগান করেছিলেন। কিন্তু ঘূর্ণিঝড়ে পুরো বাগান তছনছ হয়ে গেছে।

jagonews24

স্থানীয় আরেক বর্গা চাষি মোতালেব মিয়া বলেন, আমরা পাশাপাশি জমিতে চাষ করি। ওর নিজের জমি নেই তাই অন্যের জমি লিজ নিয়ে বাগান করেছে। বাগানে ফল কেবল আসা শুরু করছে, এরমধ্যেই ঘূর্ণিঝড়ে বাগান নষ্ট হয়ে গেলো।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন, বিষয়টি দেখবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এবং উপজেলা নির্বাহী অফিসারের অফিস। আপনাদের মাধ্যমে জানলাম, আমি আজই পরিদর্শনে যাবো।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিম উদ্দিন বলেন, ঘটনাটি যেহেতু ঘূর্ণিঝড়ের কারণে। ক্ষতিগ্রস্ত কৃষক যদি আমাদের কাছে আবেদন করেন তাহলে আমরা সহযোগিতার চেষ্টা করবো।

এন কে বি নয়ন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।