ঝালকাঠিতে সিত্রাংয়ে ৫০ কোটি টাকার ক্ষতি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি, গৃহপালিত পশু, শস্যক্ষেত, মৎস্য পুকুর-ঘের, গাছপালা, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার ক্ষয়ক্ষতির তালিকা করেছ জেলা প্রশাসন।
এর মধ্যে জেলার চার উপজেলায় আধা-পাকা ৫৩৭টি ঘরের আংশিক ক্ষতি হয়েছে যার পরিমাণ ১১ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। কাঁচাবাড়ি সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে ২৩১টি, যার ক্ষতির পরিমাণ ৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। আংশিক ক্ষতিগ্রস্ত কাঁচাবাড়ির সংখ্যা ৭৮০টি যার ক্ষতির পরিমাণ ২ কোটি ৮৬ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
৫৫৮ হেক্টরে শস্যক্ষেত আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে যার ক্ষতির পরিমাণ ২৫ লাখ ৬ হাজার টাকা। ১ হাজার ৯৬৮ হেক্টরে বোরোর বীজতলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে যার ক্ষতির পরিমাণ ১ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা। ২ হাজার ৭০৩টি মাছের পুকুর-ঘের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ক্ষতির পরিমাণ ৬ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার টাকা। আংশিক ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ১২০ কিলোমিটার যার ক্ষতির পরিমাণ ২৪ লাখ টাকা।
জেলায় ৪১টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ক্ষতির পরিমাণ ৪১ লাখ টাকা। ৯০ কিলোমিটার পাকা-আধাপাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে ক্ষতির পরিমাণ ২ কোটি ৭০ লাখ টাকা। জেলার ২২২ কিলোমিটারে কাঁচা সড়কের আংশিক ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণ ৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। জেলায় ৩ দশমিক ৮৯২ কিলোমিটার বেড়িবাঁধের আংশিক ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণ ১১ কোটি ৬৩ লাখ টাকা।
জেলায় ৪ কোটি ৬৬ লাখ ৫ হাজার টাকার গাছপালা উপড়ে পড়ে ক্ষতি হয়েছে। একটি মাদরাসা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা। ছয়টি গভীর নলকূপের আংশিক ক্ষতি হয়েছে এবং মেরামতের জন্য ২৪ হাজার টাকা ব্যয় হবে। এছাড়া ৩০টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে যার ক্ষতির পরিমাণ ১ লাখ ৫ হাজার টাকা। গৃহপালিত পশুর ক্ষতির পরিমাণ ২ লাখ ২০ হাজার টাকা।
জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার সহকারী কমিশনার মো. আশ্রাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান/এমআরআর/জেআইএম