কুমিল্লায় বাসচাপায় মা-মেয়েসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ৩১ অক্টোবর ২০২২
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় বাসচাপায় মা ও মেয়েসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে চান্দিনার কাঠেরপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- দেবিদ্বার উপজেলার ছোটনা এলাকার বাবুলের ছেলে মো. হাবীব (২৮), চান্দিনার নাওতলা এলাকার খোকন মিয়ার মেয়ে তন্নী আক্তার (২০), তন্নীর মেয়ে মুনতাহা (২) ও বাগমারা এলাকার আবু ইউসুফের মেয়ে রাজিয়া আক্তার (৪০)।

সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে চান্দিনার কাঠেরপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, বেলা ১১টার দিকে কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ও চালক।

জাহিদ পাটোয়ারী/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।