কাহালুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৯ অক্টোবর ২০২২
প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে তাজুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কচুয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাজুল ইসলাম সদর উপজেলার বানদীঘি এলাকার আবু বক্করের ছেলে। তিনি একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।

বগুড়ার রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনর্চাজ আমিনুল ইসলাম জানান, বেশ কয়েক বছর আগে তাজুল ইসলাম তালোড়া পূর্বপাড়া গ্রামে বাড়ি করে বসবাস করছিলেন। শুক্রবার ওই বাড়িতে আসার কথা ছিল। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরেননি। পরে কাহালু কচুয়া গ্রামে ট্রেনে কাটা পড়া তার মরদেহ শনাক্ত করে স্বজনরা।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।