ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিক সিলগালা
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে একটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের ওই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
ক্লিনিকের পরিচালক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. রিয়াদুল ইসলাম সোহাগ। ক্লিনিকটি মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই অবস্থিত।
ইউএনও মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে আশরাফ আলী শেখ (৮০) নামে ভর্তি থাকা এক রোগী ভুল চিকিৎসায় মারা গেছেন এমন অভিযোগ করে তার পরিবার। পরে ওই ক্লিনিকটিতে অভিযান চালানো হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ক্লিনিকের কোনো কর্মকর্তা প্রকাশ্যে না আসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রেজিস্ট্রেশন না থাকায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।
ইউএনও আরও বলেন, ক্লিনিকে ভর্তি থাকা দুজন রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।
এসজে/এমএস/এমএস